July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অঙ্গরাজ্য হতে কানাডাকে নতুন প্রস্তাব ট্রাম্পের

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা তার প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিনামূল্যে পেতে পারে যদি তারা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে রাজি থাকে। মঙ্গলবার (২৭ মে) ট্রাম্প এ কথা বলেন। বুধবার (২৮ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ট্রাম্প বলেন, ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবে রাজি না হলে ‘গোল্ডেন ডোমের’ অংশ হতে কানাডার ৬১ বিলিয়ন ডলার খরচ হবে। ট্রাম্প দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় প্রতিবেশীকে ৫১তম রাজ্য হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। এদিকে, আগেই কানাডা যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যোগদানের আগ্রহ প্রকাশ করেছিল। ট্রাম্প গত সপ্তাহে এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। শত্রুর অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার জন্য এই গোল্ডেন ডোম তৈরি করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কানাডা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ হতে চাইলেও সার্বভৌমত্বের যে কোনো ক্ষতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছেন, ‘আমি কানাডাকে বলেছি, যারা আমাদের অসাধারণ গোল্ডেন ডোম সিস্টেমের অংশ হতে চায়। যদি তারা আলাদা থাকে তবে তাদের খরচ হবে ৬১ বিলিয়ন ডলার। কিন্তু (তারা) যদি আমাদের প্রিয় ৫১তম রাজ্য হয়ে ওঠে, তাহলে তাদের দাম শূন্য ডলার হবে। তারা প্রস্তাবটি বিবেচনা করছে।’ ট্রাম্পের দাবির বিষয়ে কানাডার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্প এক সপ্তাহ আগে ‘গোল্ডেন ডোম’ সিস্টেমের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। বলেছেন, এটির জন্য প্রায় ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে এবং ২০২৯ সালে তার মেয়াদের শেষ নাগাদ এটি কার্যকর হবে। ট্রাম্প সেই সময় আরও বলেছিলেন যে, কানাডা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যোগদানে আগ্রহী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তখন নিশ্চিত করেছিলেন যে তার দেশ এই বিষয়ে ‘উচ্চ পর্যায়ের’ আলোচনা করেছে।ন্যাটো সদস্য কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এর মাধ্যমে মহাদেশীয় প্রতিরক্ষায় অংশীদার। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনা কানাডার সাথে ট্রাম্পের উত্তেজনাকে আরও বাড়াতে পারে বলে ধারণা। এর আগে বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু প্রধানমন্ত্রী কার্নি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

Viewed 990 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!