July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি

বিনোদন ডেক্স ঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে আদালত ত্যাগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

 

সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে আদালতে হাজির হন পরীমনি। এদিন বিকালে পরীমনিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার জন্য সময় ধার্য করেন বিচারক।

তবে সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভূত হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি। এজন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তিনজনের পক্ষে বাদীকে জেরার জন্য দিন ধার্য ছিল। এজন্য তিনি আদালতে উপস্থিত হন।

বেলা সাড়ে ১১ টায় জানানো হয় যে, বিকেল ৩টায় পরীমনিকে জেরা করা হবে। এ জন্য পরীমনি গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। এইভাবে বসে থাকার পর বিকেল ৩টার দিকে পরীমনি সময় চেয়ে আবেদন করেন।

 

সেখানে উল্লেখ করা হয়, তিনি অসুস্থতা অনুভব করছেন। পরে আদালত তার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি আদালত থেকে ফিরে যান।

নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধেও একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সম্প্রতি পিংকি আক্তার নামে এক গৃহকর্মী তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় মামলা করেন।

Viewed 930 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!