May 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে পোস্ট দেওয়ায় ভারতীয় অধ্যাপক গ্রেপ্তার

 ডেক্স রিপোর্টঃ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের সংবাদ সম্মেলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় ভারতের একটি অভিজাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আলি খান মাহমুদাবাদ। তিনি হরিয়ানা রাজ্যের সোনিপাতে অবস্থিত আশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ভারত ও পাকিস্তান ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয়। এর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে। এর আগে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছিল পারমাণবিক শক্তিধর এ দুই প্রতিবেশী দেশ।

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যকলাপ, সশস্ত্র বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহে উসকানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রযোজ্য ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় আলি খান মাহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়।

এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, রাজধানী নয়াদিল্লি থেকে ৪২ বছর বয়সী মাহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল স্ক্রল ডট ইন-এর এক প্রতিবেদনে মাহমুদাবাদের আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, গত শনিবার হরিয়ানার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার সাধারণ সম্পাদক যোগেশ জাতেরির অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযান নিয়ে প্রতিদিনের সংবাদ সম্মেলন নিয়ে মাহমুদাবাদের মন্তব্যের কারণে হরিয়ানা রাজ্য নারী কমিশন তাঁকে তলব করে। এর কয়েক দিন পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

Viewed 320 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!