July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

তাণ্ডব’ ফোরকাস্টে শাকিবের ঝোড়ো উপস্থিতি, রহস্য আর উত্তেজনা

বিনোদন ডেক্স রিপোর্টঃ  ‘প্রিয়তমা’ দিয়ে নতুন এক শাকিব খানের শুরু। একের পর এক নিজেকে নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করে নিয়েছেন এই চিত্রনায়ক। ‘প্রিয়তমা’ ছবির পর ‘রাজকুমার’, ‘দরদ’, ‘তুফান’ ও ‘বরবাদ’ হয়ে এবার ‘তাণ্ডব’–এও যেন অন্য এক শাকিব খান ধরা দিতে যাচ্ছেন। এবারও অন্য রকম লুকে দেখা যাবে তাঁকে, যার পূর্বাভাস আজ রোববার সকালে দেখা গেল। ‘তাণ্ডব’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্টে তেমনটাই দেখা গেল।

 

‘আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশজুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর মহাবিপদসংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা আর বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ংকর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।’ এভাবে ‘তাণ্ডব’ সিনেমার ফোরকাস্টের শুরু। ‘তাণ্ডব’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এভাবেই দেওয়া হলো সতর্কবার্তা।

 

‘তাণ্ডব’ নিয়ে এমন কিছু একটা ঘটতে চলেছে, তার ধারণা করা যাচ্ছিল ছবির নাম ঘোষণার পর থেকেই। সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী দ্বিতীয়বার একসঙ্গে হওয়ার মধ্য দিয়েই সেই ধারণা করতে থাকেন অনেকে। এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্ট লুক পোস্টারেও।

 

আজ বেলা সাড়ে ১১টায় প্রকাশিত সিনেমা ‘তাণ্ডব’-এর ফোরকাস্টে অভিনব কিছু দৃশ্য দেখা গেছে, শাকিব খানের নতুন কিছু দেখানোর চেষ্টা করছেন। মাত্র ৪৫ মিনিটে শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ফোরকাস্ট পাঁচ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে। মন্তব্য এসেছে ১২ হাজারের মতো এবং রিঅ্যাকশন পড়েছে ৭০ হাজারের বেশি। আর ভিউ হয়েছে ৬ লাখের কাছাকাছি।

 

তাণ্ডব’ সিনেমার পূর্বাভাসে একঝলক দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ অস্ত্র হাতে তাঁকে দেখার পর আলাদাই লাগতে পারে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান। টিজারে বড় অংশজুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেকেই এই মাস্ক পরেছেন। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যখ্যা পাওয়া যাবে সিনেমায়। তাই এখনই কোনো ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফী বলেন, ‘এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ, প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ‘তাণ্ডব’-এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।

গত দুই পবিত্র ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসন্ন ঈদুল আজহায়ও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। রাফী বললেন, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি, যা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেওয়ার প্রত্যয় সব সময় থাকে। এবারও দর্শকেরা নতুন কিছু পাবেন।

 

‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্রতো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের লক্ষ্য, সিনেমাটি দেখে যেন দর্শকেরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’

অন্যদিকে বরাবরই দর্শকদের মানসম্মত কনটেন্ট দিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। দেশের আলোচিত, ব্যবসাসফল কিংবা সমালোচকদের দ্বারা সমাদৃত কনটেন্টের সঙ্গে চরকির সম্পৃক্ততা থাকছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে চান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।

তিনি বলেন, ‘ঈদ উৎসবে বা যেকোনো সময়ে দর্শকদের উচ্ছ্বসিত করে কিংবা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয় যেসব সিনেমা, ‘তাণ্ডব’ তেমন একটি প্রচেষ্টা। আশা করি, দর্শক মাতবে ফিল্ম ফান ফুর্তিতে।’
‘তাণ্ডব’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।

 

 

Viewed 560 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!