বগুড়া গাবতলীতে প্রতারণার দায়ে ৩ প্রতারক গ্রেফতার : ২ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ গাবতলী থানার মামলা নং-১৯, তারিখ-২৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ এর বাদী তাছলিমা আক্তার (২৮), স্বামী মোঃ আসাদুল ইসলাম, পিতা মৃত মাসুদ ফকির, সাং কালাইহাটা (আনন্দবাজার), থানা-গাবতলী, বগুড়া এর নিকট থেকে প্রতারণা করে ৩ জন প্রতারক মোঃ লিখন মিয়া (৩৩), মোঃ রানা মিয়া (৩০), মোঃ সুমন মিয়া (২৮), সর্ব-পিতা মোঃ আব্দুল মজিদ সরকার, মাতা-মোছঃ ডলি বেগম, সাং কালাইহাটা সরকারপাড়া, থানা-গাবতলী তার পিতার লাশ কবর থেকে উত্তোলনে আদেশ নেওয়ার জন্য কোর্ট এবং ডাক্তার বাবদ বিভিন্ন সময় ও তারিখে বাদীর নিকট থেকে সিআইডি, বিচারক, ডাক্তার এর নাম করে একটি প্রতারক চক্র তার কাছ থেকে মোট (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা আত্মসাৎ করে।
উল্লেখিত তথ্যের ভিত্তিতে সিআইডি একটি চৌকষ আভিযানিক টিম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে প্রতারণার সাথে সরাসরি জড়িত মোঃ লিখন মিয়া (৩৩), মোঃ রানা মিয়া (৩০), মোঃ সুমন মিয়া (২৮), সর্ব পিতা মোঃ আব্দুল মজিদ সরকার, মাতা-মোছাঃ ডলি বেগম, সাং কালাইহাটা সরকারপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াগণ’কে আজ ২৩ এপ্রিল সু-কৌশলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণা করে টাকা নেয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মোঃ লিখন মিয়া (৩৩), মোঃ রানা মিয়া (৩০), মোঃ সুমন মিয়া (২৮), সর্ব পিতা মোঃ আব্দুল মজিদ সরকার, সাং-কালাইহাটা সরকারপাড়া, থানা-গাবতলী।
উদ্ধারকৃত আলামত মোট (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ লিখন মিয়া জানায় যে, উল্লেখিত মামলার বাদী তাছলিমা আক্তার (২৮) তার চাচাতো ভাগ্নি। তাছলিমার পিতার হত্যা কান্ড সংক্রান্তে গাবতলী থানার মামলা নং-১৯, তারিখ-২৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়। এই মামলা নারাজী, লাশ উত্তোলন, কোর্টের বিচারকের আদেশ, মেডিকেল ডাক্তার কর্তৃক সনদ এবং বিভিন্ন খরচ বাবদ বাদীর নিকট থেকে প্রতারণা করে উল্লেখিত ব্যক্তিরা মোট (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা প্রতারিত করে নেওয়ার কথা স্বীকার করলে তাদের আটক করে সিআইডি অফিসার তাদের নিকট থেকে উল্লেখিত টাকা উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করে। পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, সিআইডি বগুড়া বাদী হয়ে এজাহার দায়ের করিলে সদর থানার মামলা নং-৬৮, তারিখ-২৪/০৪/২০২৫ খ্রিঃ পেনাল
কোড-৪০৬/৪২০/৪১১/২৪ দঃ বিঃ রুজু হয়। মোঃ মোতাহার ২৫ বিশেষ পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ, সিআইডি বগুড়া জেলা।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 2590 times