বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোটলা ইয়াবা,নারীসহ গ্রেফতারঃ০৩

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অভিনব কায়দায় পেটে করে ইয়াবা বহন করার সময় আলম নামে এক মাদক কারবারি পেটের ভেতর ৩৪ পোটলায় ১৭শ’ পিস ইয়াবা লুকিয়ে নিয়েও পার পায়নি। ডিবি পুলিশের হাতে সে ধরাও পড়েছে।সেইসাথে গ্রেফতার করা হয়েছে নারীসহ তার আরও ২ সহযোগী।তাকে ক্লিনিকে নিয়ে চিকিৎসকের সহযোগিতায় গত ১১ ঘন্টায় উদ্ধার করা হয়েছে ১৭ পোটলা ইয়াবা।
প্রতিটি পোটলায় আছে ৫০টি করে ইয়াবা। রাত সাড়ে ৯ টা পর্যন্ত তার পেট থেকে উদ্ধার করা হয়েছে পোটলায় থাকা ৮৫০ পিস ইয়াবা। সে স্বীকার করেছে তার পেটের ভেতর মোট ৩৪ পোটলায় ১৭শ’ পিস ইয়াবা রয়েছে। বাকি ইয়াবা উদ্ধারে চেষ্টা চলছে।
বগুড়া জেলা ডিবি’র ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার বলেন,শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকা থেকে আলমসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলম (৪০) জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের মোঃ সামাদের ছেলে। এছাড়া আটক তার দুই সহযোগী হলো, বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার ভাড়াটিয়া মোঃ আপেল (৩৫) ও তার স্ত্রী স্মৃতি বেগম (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে আলম ও তার ওই দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় ডিবি’র জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করে যে তার পেটে ভিতরে ৩৪ পোটলায় ১৭শ’ পিস ইয়াবা আছে।পাতলা পলিথিনে ৫০টি করে ইয়াবা তুলে কসটেপ দিয়ে পেঁচিয়ে কলার মধ্যে লুকিয়ে গিলে খেয়ে ফেলেছে।এভাবে সে ৩৪টি ছোট ছোট পোটলায় ১৭শ’ পিস ইয়াবা গিলে খেয়েছে।
Viewed 800 times