December 13, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন: নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব 

প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নির্যাতন, গায়েবি মামলা ও হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বগুড়া শহরে দুই সাংবাদিক খোরশেদ আলম ও আসাফুদৌলা নিয়নের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়।

 

সোমবার বিকেলে থানা রোডে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, পরিকল্পিত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বগুড়াসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। অবিলম্বে ষড়যন্ত্রমূলক গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে।

 

মামলার গায়েবি আসামির তালিকায় নাম রেখে কন্ঠরোধের অপচেষ্টা প্রতিহত করতে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া।

 

উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, সাংবাদিক তানসেন আলী মন্টু, জাহিদ হাসান শুভ, সালমির ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

 “সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 9250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!