বগুড়া রেল স্টেশনে ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত:৫

“১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের”
স্টাফ রিপোর্টারঃ বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় ছাত্রদল নেতাসহ ৫ জনকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা। ট্রেনে নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় গত শনিবার রাত ৯ টায় ট্রেন থেকে নামার পর বগুড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহতরা হলো, বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার ফারুকের পুত্র ও ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের (২৩), মিজানুর রহমানের পুত্র পিয়াল (২০), আব্দুস সালামের পুত্র নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের পুত্র তানভীর (২০) ও ঈশান (১৭)। এদের মধ্যে ঈশান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহত যোবায়েরের ভাই মাহাদি বলেন, সোনাতলা থেকে তার প্রতিবেশি পিয়াল পদ্মরাগ ট্রেনে বগুড়ায় আসছিলেন। সেই ট্রেনের বগিতে সেউজগাড়ীর এক যুবক একটি ব্যাগ রাখে। সেই ব্যাগ দুই নারীর উপর পড়ে গেলে তারা ব্যাগ সরিয়ে রাখতে বলে। এ সময় ওই যুবকরা মেয়েদের সাথে অশোভন আচরন করে। এ সময় পিয়াল প্রতিবাদ করলে তারা তাকে স্টেশনে নেমে মারার হুমকি দেয়। এ ঘটনা যোবায়েরকে ফোন করে বিস্তারিত জানায় পিয়াল। পরে যোবায়ের, নাঈম, তানভীর ও ঈশান স্টেশনে পিয়ালকে নিতে যায়। এরপর বগুড়ায় ট্রেন থেকে পিয়াল রেল স্টেশনের ক্যান্টিনের কাছে পৌছামাত্র হামলার শিকার হন। এ সময় পিয়ালকে ছুরিকাহত করা হয়। তাদের রক্ষার জন্য যোবারেররা ৪ জন এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে ওই সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 870 times