বগুড়া কাহালুতে গোয়োন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অবৈধ সীসা কারখানার জরিমানা

স্টাফ রিপোর্টারঃ আজ রবিবার দুপুরে বগুড়া গোয়োন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে কাহালু উপজেলার উলট্ট পূর্বপাড়া এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মিকাইল হোসেন ও অন্যান্য সদস্যরা, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ ও কাহালু থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরজমিনে দেখা যায়, অনুমোনহীন অবৈধ উক্ত সীসা কারখানায় আইপিএস ও গাড়ির ব্যাটারি ভেঙ্গে উন্মুক্ত স্থানে এসিড ফেলা হচ্ছে এবং উক্ত ব্যাটারির সীসা গলানো হচ্ছে। এতে পরিবেশ, মানুষ ও আশপাশের ফসলের জমির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ পরিত্যক্ত এসিড, সীসা, সীসা গলানোর সরঞ্জামাদি, কয়লা ও বিপুল পরিমাণ ব্যাটারি পাওয়া যায়।
ফ্যাক্টরিটির অনুমোদন না থাকায় এবং পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করায় পরিবেশ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ এর গ ধারা অনুযায়ী ফ্যাক্টরিটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী দুই দিনের মধ্যে ফ্যাক্টরি সম্পূর্ণ রূপে ধ্বংস করার জন্য বলা হয়।
Viewed 80 times