বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত
স্টাফ রিপোর্টারঃঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। সড়ক পারাপারের সময় হানিফ পরিবহনের বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দেয়।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের শাজাহান আলীর ছেলে। পথচারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
জানা গেছে, পথচারী শহিদুল সড়কের পূর্বপাশ থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম।
Viewed 140 times