বগুড়া শহরের ভ্রাম্যমাণ অভিযানে ফতেহ আলী ও রাজাবাজারের দুইটি দোকানে জরিমানা ও সিলগালা

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার অভিযোগে মিল্টন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানাসহ ২৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই অভিযানিক দল রাজা বাজার শেখ মার্কেটে অবস্থিত গোপাল স্টোরকে সিলগালা করা হয়।
আজ শনিবার শহরের রাজাবাজারে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ও আবু শাহমা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাজা বাজার এলাকায় মিল্টন এন্টারপ্রাইজ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ২৭ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার অপরাধে ওই প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজা বাজারে শেখ মার্কেটে অবস্থিত গোপাল স্টোরকে সিলগালা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে সহযোগিতা করেন বগুড়া জেলা পুলিশ। বগুড়া শহরের ফতে আলী বাজার ও রাজা বাজার পলিথিন দিয়ে কানায় কানায় পূর্ণ !
“সম্পাদক কর্তৃক প্রকাশিত “
Viewed 460 times