November 22, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো ফ্যাসিস্ট জন্মাবে না’

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গফরগাঁও আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আল-ফাত্তাহ্ খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত ৩১দফা বাস্তবায়ন হলে দেশ আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পৌর শহরের জামতলী মোড়ে উপজেলা,পাগলা থানা,পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে তারেক রহমানে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে এডভোকেট আল-ফাত্তাহ্ খান বলেন, আন্তর্জাতিক অপরাদ ট্রাইবুনাল আদালত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষণা করেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত ফাঁসি রায় কার্যকরের দাবি জানান তিনি।

পাগলা থানা বিএনপি নেতা আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,পাগলা থানা বিএনপি নেতা আমির হোসেনশাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর  রউফ,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডা. ইউসুফ, যুগ্ম আহবায়ক ইবনে আজহার মাহমুদ,পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মো. সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, জেলা দক্ষিণ যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ, মাসুদ রানা, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ প্রমুখ।

Viewed 150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!