November 21, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কাজে আসছে না হাসপাতাল ও ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন। গত বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ওই নোটিশ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায় সিভিল সার্জনের ওই নোটিশের তোয়াক্কা না করে সবগুলো প্রতিষ্ঠানই তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রোগী দেখার পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্যাথলজিকেল পরীক্ষাও অব্যাহত রয়েছে। ফলে কার্যত নোটিশ এর কোন গুরুত্ব নেই বলে প্রতীয়মান হচ্ছে। এতে প্রতারিত হচ্ছে রোগী ও স্বজনরা।

বিভিন্ন অনিয়মের দায়ে সাময়িক বন্ধ ঘোষণা করা চারটি প্রতিষ্ঠান হলো- চান্দিনা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল, ইনসাফ কমিউনিটি হাসপাতাল (নিউ চান্দিনা মেডিকেল সেন্টার), নতুন উদ্বোধন হওয়া চান্দিনা ইবনে সিনা হসপিটাল এবং মাধাইয়া বাজারের নোভা ডায়াগনস্টিক সেন্টার।

স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের এবং ত্রু টি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, মূল্য তালিকা বাংলায় লেখা, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিনের ব্যবস্থা না থাকা, এক্সরে রুমে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়নি, এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewed 150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!