November 22, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মোংলায় পৌঁছাল আমেরিকা থেকে আসা গমের প্রথম চালান

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে প্রথমবারের মতো সরাসরি মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। গমের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হয়।

খাদ্য অধিদপ্তরের মোংলা বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজটি শুক্রবার বিকেলে ফেয়ারওয়েতে ভেড়ে। পরে খাদ্যশস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গমের গুণগতমান বজায় থাকায় খালাসের অনুমতি দেওয়া হয়।

 

তিনি জানান, রোববার সকাল থেকে জাহাজ থেকে গম খালাসের কাজ চলছে। মোট গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে এবং বাকি অংশ খুলনা, বরিশাল ও রাজশাহীতে পাঠানো হবে। উইকো টাটি বড় আকারের জাহাজ হওয়ায় এর গভীরতা বেশি এবং গমের পরিমাণও বেশি। তাই জাহাজটি ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

 

তিনি আরও জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে উইকো টাটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে, সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলায় পৌঁছাত।

মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা-বাংলাদেশ জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে ২৫ অক্টোবর দেশে পৌঁছেছে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং দ্বিতীয় চালানে ৩ নভেম্বর এসেছে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। ১৪ নভেম্বর আসা এই চালানটি তৃতীয়। তিনটি চালানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!