বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ও তার স্ত্রী

মোঃইমরুল কায়েস,বগুড়াঃ বগুড়া শহরের চারমাথা ভবের বাজারে এলাকায় কল্পনা পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও তার স্ত্রী নিহত।
নিহতরা হলেন,শহরের কাটনারপাড়া এলাকার মোঃ তোফাজ্জল হোসেন পুত্র সজল(৫০) ও তার স্ত্রী হোসনে আরা(৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,শহরের ভবের বাজারে এলাকার কল্পনা পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে পিছন থেকে ছুটে আসা দ্রুতগামী কালো মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সজল ও তার স্ত্রী মহাসড়কে ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা দ্রুতগামী ঢাকা গামী হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।অতঃপর স্থানীয়রা উদ্ধার করে উভয়কেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে উপশহর ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক মোঃসোহাগ ফকির দৈনিক আমার ভাষাকে বলেন, আমাদের তথ্য সংগ্রহের কাজ চলছে।সজল ও তার সহধর্মিনের মরাদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে আছে। নিহতর পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Viewed 210 times