কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালুঃ বুধবার রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের অভিযান চালিয়ে অবৈধভাবে ভেকু মেশিন দ্বারা ফসলী জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে হাতেনাতে ধৃত করেছেন সেনাবাহিনীর টিম। পরে তাদেরকে কাহালু থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার শিকড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম (৬০), বগুড়া সদর উপজেলার এরুলিয়া পশ্চিমপাড়ার বাচ্চু প্রামাণিকের পুত্র আব্দুর রশিদ ( ৪৫) ও বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল গ্রামের আবু শুকুরের পুত্র চয়েস (৩০)।
বৃহস্পতিবার কাহালু থানায় উপজেলার নারহট্ট ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহ নুর আলম বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫(১) ধারায় মামলা দায়ের করেন। থানা পুলিশ তাদেরকে দুপুরে আদালতে প্রেরণ করেছেন।
Viewed 40 times