বগুড়ায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নার্সিং শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল (০৫ মার্চ ২০২৫) সন্ধ্যা ৬:৩০টায় বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা (২৩), পিতা: হিমাংশু চক্রবর্তী, গ্রাম: জহুরুল নগর, বগুড়া সদর।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার বুকে ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৯:০০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপর্ণাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১:০০টায় তিনি মৃত্যুবরণ করেন।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর্ণা বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
Viewed 140 times