ল্যাপটপের গতি বাড়ানোর সহজ উপায়

ডেস্ক রিপোর্ট : বেশি দিন হয়নি আপনি ল্যাপটপ কিনেছেন। এর মধ্যে ল্যাপটপের গতি ধীর হয়ে গেছে। আর ল্যাপটপ ধীর হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে— অনেক প্রোগ্রাম একসঙ্গে চালু রাখা। ব্যবহার করা হচ্ছে না এমন অনেক প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে তা ল্যাপটপের র্যামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। সুতরাং ল্যাপটপে কাজ করতে বেশি সময় লাগে। ল্যাপটপের গতি কমার অন্যতম কারণ অপ্রয়োজনীয় প্রোগ্রাম। এ সমস্যা সমাধানের আগে দেখতে হবে কোন প্রোগ্রাম সবচেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করছে। সেটি দেখার জন্য টাস্ক ম্যানেজার (কিবোর্ডের কন্ট্রোল-অল্ট-ডিলিট একসঙ্গে চাপ দিন) ব্যবহার করুন। সেখানে দেখানো তালিকা থেকে যেসব প্রোগ্রাম আপনি এ মুহূর্তে ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ করে দিন। এ ক্ষেত্রে ‘এন্ড টাস্ক’ লেখা বাটনে ক্লিক করুন।
চলুন জেনে নেওয়া যাক, ল্যাপটপের গতি বাড়াতে যা করা উচিত—
১. অস্থায়ী ফাইল মুছে ফেলা
ল্যাপটপে যে কোনো কাজ করার সময় অনেক অস্থায়ী ফাইল তৈরি হয়। এগুলো হার্ড ড্রাইভে অনেক জায়গা নিয়ে থাকে। এ ফাইলগুলো মুছে ফেলতে স্টার্ট মেন্যুতে যান এবং অনুসন্ধান বারে ‘ডিস্ক ক্লিনআপ’ টাইপ করুন। এর ফলে এমন একটি প্রোগ্রাম চালু হবে, যেটি ইন্টারনেট ক্যাশ এবং প্রোগ্রাম চলার সময় তৈরি হওয়া সব অস্থায়ী ফাইল একসঙ্গে মুছে ফেলার কাজে সাহায্য করবে।
২. সফটওয়্যার আপডেট
ল্যাপটপে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। এসব আপডেট সফটওয়্যারের নানা সমস্যা ও সমাধান করে এবং এগুলোর কর্মক্ষমতা বাড়ায়। এ জন্য ল্যাপটপে সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কিনা, তা নিশ্চিত করা প্রয়োজন। আপনার সফটওয়্যার আপডেট করতে স্টার্ট মেন্যুতে যান এবং অনুসন্ধান বারে ‘আপডেট’ টাইপ করুন। এরপর যেসব সফটওয়্যারের আপডেট প্রয়োজন, সেগুলো আপডেট করে ফেলুন।
৩. ল্যাপটপ পরিষ্কার রাখা
সবসময় আপনার ল্যাপটপে অতিরিক্ত ধুলাবালি ও ময়লা জমে থাকে, তা ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যায় এবং এর গতি কমে আসে। সুতরাং জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করতে আপনার ল্যাপটপ বন্ধ করুন এবং এটি আনপ্লাগ করুন। এরপর বাইরের অংশ এবং ভেন্টগুলোকে নরম কাপড়ের সাহায্যে আলতো করে মুছে নিন। এটি ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে এবং এর গতি ঠিক রাখবে।
৪. বাড়তি র্যাম সহযোজন
আপনার ল্যাপটপে পর্যাপ্ত র্যাম না থাকলে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র্যাম কিনে তা ল্যাপটপে ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।
৫. হার্ড ড্রাইভ আপগ্রেড করা
আপনার ল্যাপটপের গতি যদি কম হয়ে থাকে, তবে খেয়াল করুন আপনি দীর্ঘদিন ধরে পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে আসছেন কিনা। পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকলে বুঝতে হবে, আপনার আগের হার্ড ড্রাইভ পালটে নতুন এবং দ্রুততর হার্ড ড্রাইভ কেনার সময় এসেছে। নতুন হার্ড ড্রাইভ ল্যাপটপের গতি নিমিষেই বাড়িয়ে দেবে কয়েক গুণ।
৬. হার্ড ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করা
হার্ড ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে স্টার্ট মেন্যুতে যান এবং অনুসন্ধান বারে ‘ডিফ্র্যাগমেন্ট’ টাইপ করুন। এ প্রোগ্রামটি ল্যাপটপের হার্ড ড্রাইভকে ডিফ্র্যাগমেন্ট করবে এবং ফাইলগুলোকে সুষ্ঠুভাবে বিন্যস্ত করতে সাহায্য করবে।
ল্যাপটপে ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা ল্যাপটপের গতি কমিয়ে দেয়। এ জন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে করে ল্যাপটপের স্টোরেজ খালি হয় এবং এর গতি বৃদ্ধি পায়।
Viewed 100 times