April 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ৮ কেজি গাঁজাও প্রাইভেটকারসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় হোটেল মাহাথীর সামনে পাকা রাস্তার উপর থেকে এক নারী ও তিন পুরুষ মাদক ব্যবসায়ীকে রবিবার ২ মার্চ বগুড়া ডিবি পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা মোঃ সোহেল রানা (৩৫), পিতা মোঃ সুলতান প্রাং, সাং চক বৌদ্ধনাথপুর (চকবৈদ্যনাথ) , থানা-নাটোর, জেলা-নাটোর, মোঃ তানভির হোসেন (২০), পিতা মোঃ সেলিম রেজা, সাং চক বৌদ্ধনাথপুর (চকবৈদ্যনাথ), থানা নাটোর, মোছাঃ জেলি জেসমিন (৩০), পিতা মোঃ আঃ জলিল, স্বামী মৃত বাবুল মন্ডল, সাং নামাটারি, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ রইচ উদ্দিন (৩৭), পিতা মোঃ আব্দুর রাজ্জাক, সাং লেঙ্গুড়িয়া (লেংগুড়িয়া সুগারমিল), থানা-নাটোর, জেলা -নাটোর।

Viewed 100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!