বগুড়ায় অটোচালক কে বিরিয়ানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অটো ছিনতাই।

মোরশেদুল ইসলাম রবি কাহালু উপজেলা প্রতিনিধি,বগুড়াঃ রাত ৮ টায় দুইজন যাত্রী তার অটো যোগে ঠেঙ্গামারা ইকোপার্কে ঘুরতে যায়। সঙ্গে করে তারা তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে যায় একটি প্যাকেট দেওয়া হয় অটো চালককে এবং সেই প্যাকেটেই ছিল ঘুমের ঔষধ মেশানো। খাওয়ার পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন অটোচালোক আল আমিন।
প্রায় চার ঘন্টা পর ইকোপার্ক থেকে চারজন গার্ড করোনেশন স্কুল সংলগ্ন তার বাড়ির সামনে স্থানীয় লোকজনের হাতে হস্তান্তর করে যায়। পরে এলাকাবাসী ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুনরায় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।
Viewed 40 times