বগুড়া শিবগঞ্জে ওসি নাম কাটার কে : মান্না

নিজেস্ব প্রতিবেদকঃ নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ক্রস ফায়ারে হত্যার নির্দেশ দিয়েছিল। আর সে কারণে আমাকে ধরে নিয়ে গুম করে রাখে। যারা আমাকে ধরে নিয়ে গিয়েছিল পরে তারাই আবার ছেড়ে দেয়। শেখ হাসিনা মাত্র ২০ দিনে দেড় হাজার মানুষ হত্যা করে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেয় না। তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারী রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্য’র আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিতে গেলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে?
আজ শুক্রবার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে পৌর নাগরিক ঐক্যর সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহবায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপজেলা যুব ঐক্য’র সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না বলে এই হুংকারের কারনে আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে টেলিফোনে কথা হয়েছে।
Viewed 50 times