বগুড়ায় জামায়াত মনোনীত ০৭টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদ আসন,বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন
নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বগুড়া-২ (শিবগঞ্জ) মাওলানা শাহাদাতুজ্জামান সাবেক সংসদ সদস্য। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) নূর মোহাম্মাদ আবু তাহের চেয়ারম্যান, গুনাহার ইউনিয়ন পরিষদ। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাবেক চেয়ারম্যান, কাহালু উপজেলা পরিষদ।
বগুড়া-৫ (শেরপুর -ধুনট) আলহাজ্ব দবির উদ্দিন সাবেক চেয়ারম্যান, শেরপুর উপজেলা পরিষদ। বগুড়া-৬ (বগুড়া সদর) অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাবেক ভাইস-চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা পরিষদ এবং আমির, বগুড়া শহর জামায়াত। বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর), গোলাম রাব্বানী সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা জামায়াতের এক জরুরি কর্মপরিষদ সভায় কেন্দ্রীয় জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার ৭টি আসনের প্রার্থিতা ঘোষণা করেন।
Viewed 90 times