শেরপুরে ডেভিল হান্ট অভিযানে দুইজন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ডেভিল হান্ট অপারেশনে নাশকতা, বিস্ফোরণ ও হত্যার চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের নবমী সিনেমা হল এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল সরকারের ছেলে মো, ফেরদৌস সরকার মুকুল (৩৮) এবং গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের মো, সামসুল হকের ছেলে মো, আরিফুল ইসলাম (৩৮) আরিফ।
ফেরদৌস সরকার মুকুল শহর যুবলীগ, শেরপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডো এর সভাপতি এবং আরিফুল ইসলাম আরিফ উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও উপজেলা আওয়ামীলীগের সদস্য বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা এবং ১০টায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
Viewed 90 times