সোর্সিং

সোর্সিং
সে করে সোর্সিং!!
করো না তাকে ফর্সিং।
সময় নেবে না প্যাচ লাগাতে,
করে দেবে রোষ্টিং।
তোমার নামে প্যাঁচ লাগিয়ে,
সেটিং মেকিং কাজ সাজিয়ে,
নেবে সে লাখ কামিয়ে।
তার দাপটে বগুড়া জেলা কাপে,
এমনি ধারনা সে নিজে রাখে।
এখন ওসি সাহেব ডাক তারে,
সাবেক ওসি গেছে হারিয়ে।
সে হয়তো ভূলে গেছে,
শেরের উপরে সোয়া শের থাকে।
-আশিক সুজন।
Viewed 3050 times