শেরপুরে চালকের হাতের কবজি কেটে অটোরিকশা ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ধারালো অস্ত্রের আঘাতে হাতের কবজি কেটে ও মাথায় গুরুতর জখম করে অটোরিকশা ছিনতাই করেছে যাত্রীবেশে ছিনতাইকারী।
গুরুতর আহত অটোরিকশা চালক উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের মো, আনোয়ার হোসেনের ছেলে মো, নাহিদ হোসেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শেরপুর উপজেলা পরিষদের মুল ফটকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে অটোরিকশা চালকের ডান হাতের পুরো কবজি কেটে অল্প একটু চামড়ার সঙ্গে লেগে আছে এবং বাম কানের উপরে মাথায় গুরুতর জখন হয়েছে বলে জানিয়েছেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
জানাগেছে, পৌর শহরের ধুনটমোড় থেকে একজন যাত্রী উপজেলা পরিষদ এলাকায় যাওয়ার কথা বলে ওই অটোরিকশায় উঠে।
অটোরিকশা চালক নাহিদ তাকে নিয়ে উপজেলা পরিষদের মুল ফটকে পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারী আটোরিকশা চালককে ডান হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এরপর স্থানীয় কিছু লোকজন সেখানে উপস্থিত হলে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
এমতাবস্থায় পুলিশ ফাঁড়ির এটিএসআই সাফিরুল ইসলাম রাতের ডিউটিতে বের হয়ে সেখানে পৌঁছলে আহত অটোরিকশা চালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, ওই অটোরিকশা চালকের ডান হাতের কবজি পুরোটাই কেটে অল্প একটু চামড়ার সঙ্গে লেগে আছে এবং বাম কানের ঠিক উপরে মাথায় গুরুতর জখন হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত আইনী প্রক্রিয়া চলছিল
Viewed 150 times