বগুড়া সোনাতলা যুবদল নেতা রাশেদ হত্যা মামলার আসামী সেলিম রেজা গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলার যুবদল নেতা রাশেদ হত্যা মামলার আসামী সেলিম রেজা ( ৪৮) নামে গ্রেফতার। পাকুল্লা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামের খাজা আবু বাছের পুত্র । রাশেদ হত্যা মামলার ৫ নং আসামী।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবীর নেতৃত্বে এসআই শামীম রেজা ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। আজ গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি যুবদল নেতা রাশেদ এর মৃত্যু হয়। এ ঘটনায় রাশেদের মা ওজেনা বেগম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
Viewed 820 times