অপারেশন ডেভিল হান্ট শেরপুরে নাশকতা ও বিস্ফোরক মামলার দুই আসামী গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো, সাহিদুর রহমান সাইদুর (৫৫) এবং সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আমজাদ হোসেন (৫৫)।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে সাহিদুর রহমান সাইদুরকে গ্রেফতার করা হয় এবং আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মির্জাপুর বাজার এলাকা থেকে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
এর আগে গত ২০২৪ সালের ২রা নভেম্বর নাশকতা ও বিস্ফোরক মামলাটি দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রিফাত হোসেন।
তিনি শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার বাসিন্দা। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Viewed 140 times