সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে মিলন-ওয়াহেদ প্যানেল বিজয়ী
স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে মিলন-ওয়াহেদ প্যানেল বিজয়ী হয়েছেন। জাতীয় অনলাইন প্রেসক্লাব ঢাকা কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার অন্তর্ভুক্ত উপজেলা শাখার মোট ভোটার ১৭জন। নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু।
গতকাল জেলা শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি পদে রহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সহ সভাপতি সুমন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক হেদায়েতুল ইসলাম লিটন এবং কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদের একমাত্র প্রতিদ্বন্দ্বি মুজাহিদুল ইসলাম পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদের ফরহাদ হোসেন ভোটের একদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিলন-ওয়াহেদ প্যানেল নির্বাচিত হয়।
গত শনিবার সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মির্জা সেলিম রেজা, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার, সমন্বয়ক রবিউল ইসলাম রবি, সাফায়েত সজল, রসুল খন্দকার প্রমূখ।
Viewed 240 times