কাহালুর বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোরশেদুল ইসলাম রবি কাহালু,বগুড়াঃ কাহালুর বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি,,,,,,,,,, রাজিউন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি ঢাকার বাসায় ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর মুরইল ইউনিয়নের কাটনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর পরপরই কাহালু থানা পুলিশের আয়োজনে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুব হাসান এর নেতৃত্ব একদল পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীকে গার্ড অব অনার প্রদান করেন । এসময় বিহগলে করুণ সুর বাজানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক এসময় উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও তায়েব আলী, উপজেলা জামায়াতের আমীর মাও আব্দুস শাহিদ খান, সেক্রেটারি শহিদুর রহমান সবুজ, মরহুমের ছোট ভাই কাহালু উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইব্রাহিম আলী ধলু, মরহুমের ছেলে সাজ্জাতুল ইসলাম সাগর,নিশিন্দারা ফকির উদ্দিন কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর সহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমানগন শরিক হন। মরহুম আক্কাস আলী উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার গ্রামের মৃত মগলা প্রামানিকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে নানা দুরারোগ্য রোগে ভূগছিলেন।
Viewed 100 times