নেকটার গভর্নিং বোর্ড পুনর্গঠন, সভাপতি কারিগরি শিক্ষা বিভাগের সচিব

স্টাফ রিপোর্টারঃ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ার পরিচালনা পর্ষদ (বোর্ড অব গভর্নরস) পুনর্গঠন করেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এই প্রতিষ্ঠানের নতুন বোর্ডে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ড, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সংস্থার মোট ১৫ জন প্রতিনিধি স্থান পেয়েছেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-২-এর উপসচিব সাজ্জাদ হোসেনের সই করা একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, নতুন গঠিত বোর্ডে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস-চেয়ারম্যান করা হয়েছে বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি)।
সদস্য হিসেবে থাকছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব (সরকার কর্তৃক মনোনীত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক, রাজশাহী শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রুয়েট ও বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের একজন করে অধ্যাপক, বগুড়ার জেলা প্রশাসক এবং সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ।
এ ছাড়া বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।
নেকটারের পরিচালক পদাধিকার বলে বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) হলো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান, যা বগুড়ায় অবস্থিত। নেকটার তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের জন্য বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকে।
Viewed 770 times