বগুড়ার ধুনটে চার ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারজন ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে ধুনট সরকারি হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে এই অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, মেয়াদ উত্তীর্ণ আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়, ড্রাগ লাইসেন্স না থাকা, এন্টিবায়োটিক ঔষধের রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য ফিজিক্যাল স্যাম্পল রাখার অপরাধে চারজন ঔষধ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Viewed 820 times