বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ ঢাকার আলম মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল , মাদকবিরোধী অভিযানে গাঁজা ব্যবসায়ী মোঃ আলম মিয়া নামে ১ জন গ্রেফতার।
শনিবার ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১ টায় সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের রাস্তার উপর পূর্ব পাশে রংপুর থেকে বগুড়াগামী FOTON ACI MOTORS নামীয় রেজিস্ট্রেশন বিহীন পিকআপ গাড়ী তল্লাশী করে ১৫ কেজি গাঁজাসহ মোঃ আলম মিয়া গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আলম মিয়া (৩০), পিতা মোঃ ছমুর উদ্দিন, স্থায়ী সাং কাওলার, দক্ষিণ খান, ডাকঘরঃ খিলক্ষেত-১২২৯, দক্ষিণখান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। হাল সাং ছোট খাঠামারী, ইউপি জয়মনিহাট, ওয়ার্ড নং-২ থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।
২টি কালো কাপড়ে মোড়ানো ২টি লাল রংয়ের পলিথিনের পোটলায় ১৫ কেজি গাঁজা ও FOTON ACI MOTORS নামীয় রেজিস্ট্রেশন বিহীন পিকআপ যাহার চেচিস নং- LVAV2JVB3RE277488, ইঞ্জিন নং- Q240994286D একটি চাবীসহ করা হয়।
Viewed 70 times