বগুড়া শাজাহানপুরে জাল টাকাসহ দুই জাল কারবারী মিজানুর ও বিটুল গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত মঙ্গলবার দিনগত রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে অবস্থান করাকালে স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, উপজেলা ফুলদিঘী মধ্যপাড়া জমির আলী মোড় মোস্তাক আহম্মেদের মুদি ও ফেক্সিলোডের দোকানের সামনে পাকা রাস্তায় ধৃত আসামীদের দেহ তল্লাশি করে ১ নং আসামী মোঃ মিজানুর রহমানের পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে ২ টি এক হাজার টাকার জাল নোট,দুই হাজার পাঁচ শত টাকা আসামীর পরিহিত প্যান্টের বাম পকেট ধৃত ২ নং আসামী মোঃ বিটুলের দেহ তল্লাশি করে তার পরিহিত ফুলপ্যান্টের বাম পকেট থেকে ২টি এক হাজার টাকার জাল নোট, মোট দুই হাজার টাকা সর্বমোট চার হাজার পাঁচ শত টাকা উদ্ধার করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। আজ বুধবার জাল কারবারী আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
Viewed 100 times