বগুড়ার শেরপুরে বিস্ফোরণ মামলায় তিনজন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিস্ফোরণ মামলায় তিনজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের দুইজন হলো: উপজেলার সুঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নামদার হোসেন (৫৫) এবং মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৬) । নামদার হোসেন চকনশি গ্রামের আহম্মেদ আলীর ছেলে এবং আব্দুস সাত্তার তালতা গ্রামের জনাব আলী শেখের ছেলে।শনিবার দিবাগত গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় ।
জানা গেছে, গত ১৭ জুলাই শহরের ধুনট রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর অভিযোগে ২রা নভেম্বর থানায় মামলা দায়ের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত সরকার। তিনি শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার বাসিন্দা। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত অপরজন হলো: উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে মোঃ গোলাম রফিক।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে উপজেলার সীমাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ০৫ (শেরপুর-ধুনট) আসনের ধানের শীষ প্রতীক নিয়ে গোলাম মোহাম্মদ সিরোজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, বিস্ফোরণ, অগ্নিসংযোগের ঘটনায় গত ২০২৪ সালের ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপি’র সা: সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে মামলা করেন। এই মামলায় মোঃ গোলাম রফিককে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়। থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “মামলার তদন্তে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
Viewed 100 times