বগুড়ায় গ্রাম্য সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যৌথ অভিযানে ৩ জন গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিতঃ২৪’শে জুন ২০২৫ ইং
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামে আজ সন্ধ্যায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ ২৩ জুন ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এখলাস গ্রুপের লোকজন ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে উভয় গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে এ পর্যন্ত সংঘর্ষে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে রাম দা, চা পাতি (লোহার তৈরি দেশীয় অস্ত্র) সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনের কারণ ও জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
Viewed 2620 times