July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চুরি ছিনতায় ডাকাতি ও জুয়ার স্বর্গরাজ্যে  পরিণত হয়েছে বগুড়ার শেরপুর

প্রকাশিতঃ২৩’শে জুন ২০২৫ ইং

 

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শেরপুরে জান ও মালের কোন নিরাপত্তা নেই: রাতে চুরি দিন দুপুরে চুরি : চুরি ছিনতায় ডাকাতি ও জুয়ার স্বর্গরাজ্য

 

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক-পৃথক স্থানে চুরি ও অভিনব কায়দায় চুরির ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় ভবানীপুর ইউনিয়নের বাড়ির মালিকসহ পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, বাড়ির মালিক সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) এবং তাদের ছেলে ক্লিনিক ব্যবসায়ী শাহিন আলম (৩২)। আজ সোমবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের মমিনপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ি থেকে ২ লক্ষ টাকা ও সাড়ে ৫ ভরি গহনা চুরি ও গত রবিবার (২২ জুন) দিবাগত রাত ১ টায় আম্বইল বেলতলা গ্রামে সোলায়মান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়িদহ ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুর রশিদ পারিবারসহ চিকিৎসার জন্য বগুড়ায় যায়। এই সুযোগে চোর বাড়ির ছাদ দিয়ে বারির মধ্যে প্রবেশ করে। পরে ঘরের তালা ভেঙ্গে ৫ ভরি গহনা ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আজ দুপুর ২ টায় আব্দুর রশিদ বাড়িতে এতে তালা ভাঙ্গ ও ঘরের মধ্যে এলোমেলো অবস্থায় দেখতে পায়।

বিজ্ঞাপন 

অপরদিকে, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতের খাওয়া-দাওয়ার পর বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ১ টায় দিকে শাহিন আলম মোবাইলে কথা বলতে বাইরে বের হলে এই সুযোগে ৪-৫ জনের একটি দল ঘরের ভেতরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে প্রথমে ঘুমন্ত মাজেদা খাতুনের চোখ বেঁধে ফেলা হয়। তিনি চিৎকার করলে হাত-পা বেঁধে মারধর করা হয়। এ সময় ঘুমন্ত সোলায়মান আলী ও শাহিন আলমকে চেতনা নামক দিয়ে অজ্ঞান করে। পরবর্তীতে তারা ঘর তছনছ করে প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার, ধান বিক্রির চার লক্ষ টাকাসহ,মোবাইল ফোনসেট, আসবাবপত্র সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহবধূ মাজেদা খাতুন জানান, রাত আনুমানিক ২ টায় তারা ফোন করে বলে, বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন 

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Viewed 1600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!