বগুড়া জেলার শেরপুর উপজেলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

প্রকাশিতঃ-
২৩’শে জুন ২০২৫ ইং
শেরপুর উপজেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ার শেরপর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। সোমবার (২৩ জুন) ভোররাতে অভিযান চালিয়ে তাদের পৃথক তিন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেরপুর শহরের নয়াপাড়ার মৃত জিল্লুর রহমান মাষ্টারের ছেলে আরিফুর রহমান শুভ (৩৫), ছাত্রলীগ নেতা শহরের উলিপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে মৃদুল (২৬) ও কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ধাওয়াপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. রেজাউল করিম (৩২)।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ও বিএনপির অফিস ভাংচুরের মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোর্পদ করা হবে।
Viewed 2080 times