July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে

প্রকাশিতঃ২৩’ই জুন ২০২৫ ইং

 

জাতীয় ডেস্কঃ বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবি, প্রশাসনে এখনো ৫০ জনের বেশি ফ্যাসিবাদের দোসর কর্মরত আছেন। এর মধ্যে সচিব পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন। তাদের অনেকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও হয়েছে।

 

হত্যা মামলার আসামি হয়েও তারা কর্মরত। রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তিও বাতিল করা হচ্ছে না।

 

চুক্তিতে নিয়োজিত ওইসব বিতর্কিত কর্মকর্তা সরকারের উপদেষ্টাদের ভুল, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে। আবার কেউ কেউ পতিত ফ্যাসিস্টদের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে স্পর্শকাতর তথ্য প্রচার করছে। এর ফলে বিভিন্ন রকম অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে।

 

রোববার গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্য সচিব (সাবেক সচিব) কাজী মেরাজ হোসেন স্বাক্ষর করেন। এতে আরও বলা হয়, ছাত্র-জনতা অভ্যুত্থানের সমন্বয়ক এবং জনগণের অব্যাহত দাবির প্রেক্ষিতে ১৯ জুন সচিব/সচিব পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এজন্য সরকারকে আন্তরিক সাধুবাদ জানিয়েছে।

 

এতে আরও দাবি করা হয়, দেশকে ফ্যাসিস্ট অভিশাপ মুক্ত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে অবিলম্বে সব ফ্যাসিস্টের দোসর-দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সংগঠটি মনে করছে।

Viewed 1310 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!