জেলা পুলিশের জানুয়ারি মাসের কৃতিত্ব

আঃওয়াহেদ ফকিরঃ বগুড়া জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক জিদান আল মুসা পিপিএম পুলিশ সুপারের নির্দেশনা এবং নেতৃত্বে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী বিরোধী অভিযান চলমান আছে। গত জানুয়ারি ২০২৫ মাসে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৬ টি মামলার অজু হয় এ সময় ৯৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ফেনসিডিল ২৬১ বোতল, অ্যাপেন টোটাল ২১৭৫ পিস, ইয়াবা ৮০৩ পিস, হিরোইন ২৫ গ্রাম, অবৈধ মাদক ইঞ্জেকশন ৩৭ এম্পুল, গাঁজা ৮০ কেজি ১০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। সন্ত্রাস ও অস্ত্র বিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশী রিভলবার, একটি এলএমজি ও একটি রাইফেল সহ ৮টি বারমিজ চাকু, হশুয়া ৬টি, দেশী চাকু ১টি চাপাতি ১০ টি ছোড়া ১৫ টি কাটার একটি, দা ১১ টি, টোটা ২ টি উদ্ধার করা হয়েছে। এ সময় ১৪০ টি সাজা পরোয়ানা ও ১৭৫১ টি অন্যান্য ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
Viewed 80 times