July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীর বিয়েতে এসে গোসলে নেমে প্রাণ গেল ছাত্রীর

প্রাকাশিত:১১’ই জুন ২০২৫ ইং 

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীর বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার আদুরী (১৭) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পাইকপাড়া এলাকায় বাঙালি নদীতে তিনি নিখোঁজ হন। পরে পাবনা থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

 

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ফাতেমা আক্তার আদুরী বগুড়া শহরের জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। তিনি এ বছর বগুড়ার একটি পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন। সারিয়াকান্দির দীঘলকান্দির তরফদারপাড়া গ্রামের রহিদুল ইসলামের মেয়ে রত্না তার বান্ধবী। আদুরী আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য বান্ধবী রত্নার বিয়ের দাওয়াতে আসেন। প্রচণ্ড গরমের কারণে মঙ্গলবার বেলা ৩টার দিকে অন্য বান্ধবীদের সঙ্গে তিনি পাইকপাড়া এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামেন।

 

গোসলের এক পর্যায়ে আদুরী নদীর গভীরে তলিয়ে যান। বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়ার নেতৃত্বে কর্মীরা এসে নদীতে তল্লাশি চালিয়ে আদুরীকে উদ্ধার করতে পারেননি। পরে পাবনা থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

 

আদুরীর অপর বান্ধবী লিমা আক্তার জানান, বিকেলে নদীতে গোসলে নামার কিছুক্ষণ পর আদুরী পানিতে ডুবে যেতে থাকে। এ সময় সে আমার গলা ধরে ছিল। এক পর্যায়ে আমিসহ সে পানিতে ডুবে যাই। তারপর আদুরী আমার গলায় থাকা চেইন ছিঁড়ে গভীর পানিতে ডুবে যায়। আমিও ডুবে গেছিলাম, আমার বান্ধবী চুল ধরে টেনে আমাকে রক্ষা করেছে।

 

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, বান্ধবীর বিয়েতে এসে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্রী ফাতেমা আদুরীর মরদেহ প্রায় ৫ ঘণ্টা পর পাওয়া গেছে। পাবনা থেকে আসা ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Viewed 2670 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!