বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা থেকে ৯০ বস্তা সরকারি চাল জব্দ করলেন :এসিল্যান্ড

স্টাফ রিপোর্টারঃ গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা এলাকা থেকে ৯০ বস্তা ৪ হাজার ৮০ কেজি সরকারি চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।
জানা যায়, উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের আব্দুল বাকির পুত্র বকুলের ফার্মে ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিডব্লিউবি কার্ড এর চাল অবৈধভাবে ক্রয় করে রাখা হয়। অভিযানে কেউ গ্রেফতার হয়নি। জব্দকৃত ৯০ বস্তার মধ্যে ১০ বস্তা সরকারি চাল সহ খালি ৫৮টি সরকারি বস্তা উদ্ধার করা হয়। অভিযানে কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Viewed 250 times