সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও কিশোর গ্যাংয়ের সদস্য সহ গ্রেফতারঃ১০জন

আশিক সুজন, বগুড়াঃ বগুড়া শহরের অন্যতম মাদকের ভান্ডার চকসুত্রাপুর কসাই পাড়া কলোনিতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও কিশোর গ্যাংয়ের চার সদস্য সহ গ্রেফতার হয়েছে মোট ১০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ায় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনিতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ।
অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, চকসূত্রাপুর কসাইপাড়া কলোনির প্রায় দুই কিলোমিটার এলাকা ঘেরাও করে অন্তত ১০০ বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় তিন হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শত গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ৩০টি দেশীয় অস্ত্র ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে এক নারী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে গ্রেফতার করা হয়ে ।
Viewed 6190 times