July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ার বাসিন্দা নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ বগুড়ুা জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ আরও ২শ’ থেকে আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরও যাদেরকে আসামি করা হয়েছে তারা হলো, কার্যক্রম নিষিদ্ধ বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাংবাদিক অনন্ত সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, মাশরাফি হিরো এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত উল্লেখযোগ্য।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট আসামিরা পরস্পর একজোট হয়ে, কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারি ছাত্র-জনতার ওপর হামলা চালায়। আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে বাদী নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, নয়ন মিয়া বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

Viewed 2240 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!