July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু

ডেস্ক রিপোর্টঃ অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।ইতোমধ্যে জড়িত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে শনাক্ত করা হয়েছে। অনলাইনভিত্তিক এই অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রমও চলমান রয়েছে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ। অধ্যাদেশের ২০ নম্বর ধারায় বলা হয়েছে, কেউ যদি জুয়ার অ্যাপস তৈরি, পরিচালনা বা প্রচার করেন, অথবা খেলায় অংশগ্রহণ করেন, তাহলে সেটি হবে অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।

সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জুয়া একটি সামাজিক ব্যাধি। বর্তমানে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা সহজে অর্থ উপার্জনের আশায় এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এতে অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আবার অনেকে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে।

অনলাইন জুয়া ও বেটিং কিংবা এ ধরনের কার্যকলাপে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সিআইডি।

Viewed 1040 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!