July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মজলিসের ঘাটি নিয়ে নাতীর বাড়ীতে যাওয়ার পথে মহাস্থানে বাসের চাপায় দাদী- নাতীর মৃ/ত্যু

গোলাম রব্বানী শিপন,মহাস্থান,বগুড়াঃ  মজলিসের ঘাটি নিয়ে নাতীর বাড়ীতে যাওয়ার পথে মহাস্থানে যাত্রী বাসের চাপায় দাদী ও নাতীর মৃ/ত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম নুর আলম (১২) ও তার দাদী মছিরন বিবি (৫৫)।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের পূর্বপাশে (ঢাকা- রংপুর) মহাসড়কে এঘটনা ঘট ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা ধাপের হাট এলাকার সাইদুর রহমান তিনি মহাস্থানগড় জিয়াৎ কুপের পাশে মা মছিরন বিবি ও মা হারা এতিম পুত্রকে নিয়ে উত্তরপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। পেশা হিসেবে সে একজন হোটেল শ্রমিক। সাইদুর রহমান তার মেয়েকে মহাস্থান নামা পাড়া গ্রামে বিয়ে দিয়েছেন। আজ শনিবার দুপুরে গ্রামে ছিল একটি মজলিস। সেই মজলিসের ঘাটি নাতনীর বাড়ীতে দেওয়ার জন্য সাইদুরের মা ও তার নাতী সাইদুরের পুত্র নুর আলম তার বোনের বাড়ীতে যাচ্ছিল। এসময় মহাস্থান ফুটওভার ব্রিজের শেষে মাহীওয়ার ডিগ্রি কলেজের পূর্বপাশে মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুর গামী একটি যাত্রী বাহী বাস তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় নাতী নুর আলমের মাথা থেঁতলে হয়ে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। আহত হয় তার দাদী মছিরন বিবি। এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃ/ত্যু হয়। সংবাদ পেয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, দূর্ঘটনার খবর পেয়েছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে এবং বাসটি শনাক্ত করতে তারা কাজ করছে।

Viewed 4600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!