May 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গরমে যেসব রঙের পোশাক পরলে আরাম পাবেন

ডেক্স রিপোর্ট: গরমে প্যাস্টেল ধাঁচের চোখের আরাম ও মনের প্রশান্তি—দুটোই দেবে। এই আবহাওয়ায় এসব রঙের পোশাক বেছে নিতে পারেনগরমে প্যাস্টেল ধাঁচের চোখের আরাম ও মনের প্রশান্তি—দুটোই দেবে।

গরমের আছে নিজস্ব কড়া ভাষা। আবহাওয়া দিয়েই বলে দিচ্ছে সকাল থেকে রাত কীভাবে যাপন করবেন। নিয়মের নড়নচড়ন হলেই পড়তে হচ্ছে অস্বস্তিতে। ঋতু অনুযায়ী পোশাক বেছে নেওয়াটা তাই খুবই গুরুত্বপূর্ণ। পোশাকের রং আর নকশাও এখানে জরুরি বিবেচ্য। এ সময় দিনের পোশাকের রং হবে এক রকম, রাতের আরেক। তবে কিছু রং আছে, যেগুলো যেকোনো সময়ই মানিয়ে যাবে। যেমন প্যাস্টেল ধাঁচের রংগুলো চোখের আরাম আর মনের প্রশান্তি—দুটোই দেবে।

এ বছর বিশ্ব ফ্যাশনে হালকা ও গাঢ় রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছে। আছে বাটার ইয়েলো, গোলাপির নানা হালকা শেড, আইসি ব্লু, মোকা মুজ, চেরি রেড, সোনালি, রুপালি ইত্যাদি রং। আমাদের দেশের পটভূমিতে চিন্তা করতে গেলেও হালকা রঙের নকশাই এখন ঘুরেফিরে দেখা যাবে। গাঢ় রঙের পোশাক পরলেও সেটার উপকরণ হতে হবে পাতলা বা হালকা।মসলিন, জামদানি, অরগানজা, সুতি বা খাদির পোশাকে দাওয়াতে বা সারা দিন থাকা যাবে ফুরফুরে মেজাজে, স্নিগ্ধতায়।

এটি একটি আপসাইক্লিং করা সুতির পোশাক। কাপড় কাটার পর যেসব অতিরিক্ত টুকরা থেকে যায়, সেগুলো জোড়া লাগিয়ে এটি তৈরি করা হয়েছে। এ বছরের বেশ কয়েকটি রং পোশাকটিতে চলে এসেছে। এই পোশাকের রঙের বিন্যাসের মাধ্যমে মাটি ও পানির মধ্যকার একটি আন্তরিক সংযোগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লক্ষ করলে দেখা যাবে, যেন নদী বা সাগরের পাড়ের হালকা শুকনো রং থেকে ভেজা মাটির রং, তারপর ধীরে ধীরে পানির নীল ছায়া—হালকা নীল থেকে গভীর নীল এবং শেষে আকাশের দিকে ছড়িয়ে পড়ে। এই পোশাকে সেই প্রাকৃতিক সম্পর্ক এবং স্তরগুলোর একধরনের বিন্যাস তুলে ধরা হয়েছে।

বার্বি পিংক নয়, একটু ফ্যাকাশে, মিষ্টি অনুভূতি দেওয়া হালকা ধাঁচের গোলাপি রংগুলো গরমে আরাম দেবে। অরগানজা, শিফন, মসলিনের পাশাপাশি নানা ধরনের উপকরণে চলে আসবে এই রং। গরমের সময় যদি এই রঙের শাড়ি বেছে নেন, তাহলে চুলে পরুন বেলি ফুল। দুই রঙের মিশ্রণে চলে আসবে শীতল অনুভূতি

বাটার ইয়েলো এ বছরের জনপ্রিয় রঙের মধ্যে একটি। জামদানির জ্যাকেট স্টাইলের কামিজটির সঙ্গে চুল খোঁপা করা হয়েছে। কানে ছোট টপ, হাতে পাথরের চিকন চুরি আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিকেই সাজ সম্পূর্ণ।মসলিনের কামিজটি দাওয়াতে মানিয়ে যাবে। কেপ স্টাইলের ওড়নাটি নজরকাড়া, চারপাশে প্রাধান্য পেয়েছে অ্যাপ্লিকের কাজ।

 

 

Viewed 690 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!