April 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া নন্দীগ্রামে মাটি খেঁকোরা পাগলা ঘোড়ার মত দৌড়াচ্ছে ! নিরব প্রশাসন ?

স্টাফ রিপোর্টারঃ ভেকু মেশিন মাটি কাটে, আর ট্রাক্টর বহন করে। নষ্ট হচ্ছে সড়ক-রাস্তা। কতিপয় ব্যক্তিরা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দোহাই দিয়ে মোটা অঙ্কের সুবিধা নিচ্ছে। মোটর সাইকেল নিয়ে বান্দা হাজির, কার সঙ্গে কথা বলে কাজ করছেন, আমাদের সঙ্গে সিস্টেম করে তারপর কাজ করেন, নয়তো ঝামেলা হবে। তারা বলছে, ইউএনও এডিল্যান্ড নাকি এখন তাদের কথার বাইরে যায় না! সবাই নাকি তাদের কথায় চুপ থাকে, ম্যানেজও হয়। এ অবস্থায় আইন প্রয়োগ জরুরি।

১। বগুড়া, নন্দীগ্রাম উপজেলার মহাসড়ক সংলগ্ন পূর্বপাশে (১নং বুড়ইল ইউনিয়ন) রুপিহার বাজারের আগে সাগলাল রাস্তার পাশে প্রায় ১০/১৫ বিঘা আবাদি জমি ভরাট ও মাটিখনন কাজ চলছে। ভূমি আইনের তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে।
২। নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা গ্রামের পাশে পোতা-খেংশহর মোড় বাজার (পোতা গ্রাম) পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রি এবং আশপাশের আবাদি জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে।
৩। নন্দীগ্রামের ২নং সদর ইউনিয়নের গোছইন গ্রামের মাঠে আবাদি জমি খনন করে পুকুর এবং আশপাশের আবাদি জমি ভরাটে শ্রেণি পরিবর্তন হচ্ছে। (জমির মালিক: জলিল শেখ, গোছইন ছয়ঘটি দক্ষিণ পাড়া, নন্দীগ্রাম)।
৪। নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া রাস্তার মাথা এলাকায় (মহাসড়ক সংলগ্ন পশ্চিমপাশে) আবাদি জমি খনন করে মাটি বিক্রি এবং আশপাশের আবাদি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন হচ্ছে।
৫। নন্দীগ্রাম পৌরসভার ঢাকুইর মহল্লার ঠাকুরপুকুর স্কুল এলাকা। মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
৬। নন্দীগ্রামের ৩নং ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের মাঠে মাটি কেটে বিক্রি করছে ভেকু সিন্ডিকেটের বাদল। যার বিরুদ্ধে ইতিপূর্বেও আইনগত ব্যবস্থা হয়নি।
৭। নন্দীগ্রামের ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কল্যাননগর গ্রামে মাটি কেটে বিক্রি হচ্ছে।
৮। নন্দীগ্রামের ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে মাটি কেটে বিক্রি হচ্ছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের রহস্যজনক নিরবতা।

Viewed 160 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!