বগুড়ার মহাস্থানে মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মহাস্থানে আবারো মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, শনিবার (৭ এপ্রিল ) বিকাল ৩ টার দিকে মহাস্থান নাপাপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে রাসেদুল ইসলাম এর বাড়ির সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক রাসেদুল ইসলাম জানান, তিনি ২টা ৩০ মিনিটে দিকে বাসার সামনে মোটর সাইকেল রেখে ভিতরে প্রবেশ করেন। ২০ থেকে ৩০ মিনিট পর এসে দেখতে পান তার কালো রংয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি নেই। যার (রেজি: নং বগুড়া ল ১২-১৬৫১। এই ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার (ওসি) শাহিনুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হবে।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 500 times