“রঙিন মঞ্চ”

লেখকঃআশিক সুজন।
জীবনের রঙিন মঞ্চে কেন জানি,
করছি অভিনয়,যে তুমি-আমি।
একেক সময় একেক সাজে,
একেক সময় একেক রুপে।
উপস্থাপন করছি নিজেকে আমি,
জানো কি!!মানুষ কিন্তু একটা’ই আমি!!
কিন্তু সেজেছি আমি নানান রুপে,
বলেছি এক’ই মুখে,নানান কথা সাজিয়ে আমি।
সে কথা আর শুনতে চেও না-কো গো তুমি,
তাল-বাহানায় কাটাবো সম্পূর্ণ সময় আমি!!
পর্দার আড়ালে দাঁড়িয়ে চলে,
তোমার-আমার রাজনীতি।
অভিনয় কি করছি একা আমি!!
তোমারা ও কম যাও তাতে,তাও যে জানি আমি।
জীবনটাই একটা নাটকের মঞ্চ,
অভিনেতা তুমি-আমি,আমরা সবাই।
অভিনয় করে যাচ্ছি তুমি-আমি,
নিজেরা নিজের সাথেই কেন জানি!!
আউরিয়ে যেন মিথ্যে বুলি,
শান্তনা দিয়ে যাচ্ছি নিজেই নিজেকে আমি!!
Viewed 1390 times