December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, দেখবেন যেভাবে

ডেস্ক রিপোর্টঃ

২০১৭ সাল থেকে প্রতিবছর ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস আয়োজন করা হচ্ছে, যেখানে বিশ্ব ফুটবলের বিগত এক বছরের সেরা পারফরম্যান্সগুলোর স্বীকৃতি দেওয়া হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এবারের ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস।

বাংলাদেশ সময় রাত ১১টায় কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফার সেলিব্রেশন ডিনারের মাধ্যমে ২০২৫ সালের সেরা পুরুষ, নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারদের নাম ঘোষণা করা হবে। এবারের অ্যাওয়ার্ডে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

কে এগিয়ে রয়েছেন?

২০২৫ সালের পুরুষ বিভাগের সেরা খেলোয়াড়ের জন্য মোট ১১ জনের নাম মনোনীত হয়েছে। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে এবং স্পেনের লামিনে ইয়ামাল। গত সেপ্টেম্বরের ব্যালন ডি’অর অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এই দুই খেলোয়াড়ের মধ্যে আবারও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

এই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে পিএসজির খেলোয়াড়রা। ডেম্বেলের সঙ্গে মনোনয়ন পেয়েছেন তার ক্লাব সতীর্থ আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়া।

নারী বিভাগে কী অবস্থা?

নারী বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য মোট ১৭ জন মনোনীত হয়েছেন। এই তালিকায় রয়েছে বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি, যিনি গত তিন মাস আগে ব্যালন ডি’অর জিতেছিলেন। কাতারের এই আসরে তিনি অন্যতম ফেভারিট হিসেবে আছেন। বার্সেলোনা থেকে মোট পাঁচজন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন।

কীভাবে দেখা যাবে?

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে। বিশ্বজুড়ে বিনামূল্যে দেখা যাবে অনুষ্ঠানটি, যা বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

ভোটিং পদ্ধতি:

‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের ভোটিং চারটি গ্রুপে বিভক্ত:

  • ১) ফিফা-নিবন্ধিত জাতীয় দলের অধিনায়ক
  • ২) দেশের মনোনীত কোচ
  • ৩) ক্রীড়া সাংবাদিক
  • ৪) অনলাইন ফ্যান ভোট

ভোটাররা তাদের পছন্দের শীর্ষ তিন খেলোয়াড় নির্বাচন করেন। প্রথম স্থান পায় ৫ পয়েন্ট, দ্বিতীয় স্থান ৩ পয়েন্ট এবং তৃতীয় স্থান ১ পয়েন্ট। চার গ্রুপের ভোটের ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হয়।

‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড়ের মনোনয়নপ্রাপ্তরা:

  • উসমান ডেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
  • আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)
  • হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)
  • কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
  • নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)
  • কোল পামার (চেলসি, ইংল্যান্ড)
  • পেদ্রি (বার্সেলোনা, স্পেন)
  • রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল)
  • মোহামেদ সালাহ (লিভারপুল, মিসর)
  • ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)
  • লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

‘দ্য বেস্ট’ নারী খেলোয়াড়ের মনোনয়নপ্রাপ্তরা:

  • স্যান্ডি বাল্টিমোর
  • নাথালি বিয়র্ন
  • আইতানা বোনমাতি
  • লুসি ব্রোঞ্জ
  • মারিওনা কালদেন্তেই
  • টেমওয়া চাউইঙ্গা
  • কাদিদিয়াতু দিয়ানি
  • মেলচি ডুমর্নে
  • পাত্রি গুইহারো
  • লিন্ডসি হিপস
  • লরেন জেমস
  • ক্লোয়ি কেলি
  • এওয়া পাজোর
  • ক্লাউদিয়া পিনা
  • আলেক্সিয়া পুতেয়াস
  • আলেসিয়া রুসো
  • লিয়া উইলিয়ামসন

এই অনুষ্ঠানে আরও ঘোষণা করা হবে:

  • ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল)
  • ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল)
  • সেরা গোলকিপার পুরস্কার
  • সেরা কোচ পুরস্কার
  • ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (বিশেষ জুরি দ্বারা নির্ধারিত)

Viewed 250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!